প্রেমের টানে সূদুর চীন থেকে আসা যুবক ঝাং বুথাও বিয়ে করেছেন দাকোপের প্রেমিকা পিংকিকে। তাদের আলোচীত এই বিয়ের ঘটনা গোটা খুলাঞ্চলে রীতিমত হই চই পড়ে গেছে।
জানা গেছে ফেইজবুকে ভীনদেশী যুবক ঝি ঝাং বুথাওয়ের সাথে খুলনার দাকোপ উপজেলাধীন চালনা পৌরসভার আছাভূয়া গ্রামের পিংকি সরদারের পরিচয় ও প্রেম হয়। হাজার মাইল দূর আর ভাষাগত পার্থক্য তাদের এই প্রেম পরিনয়ে বাঁধা হয়ে দাড়াতে পারেনি। গুগল চ্যাটের সহযোগীতায় চায়না টু বাংলা ট্রানসিলেট মাধ্যম ব্যবহার করে তারা করেছেন প্রেমের আবেদন নিবেদন। মাত্র ২ মাসের প্রেমের সফলতা পায় দু’ পরিবারের সম্পতিতে বিয়ের মাধ্যমে। গত ১৫ দিন আগে চীনের সিচুয়ান প্রদেশ থেকে ওই যুবক এদেশে আসে। প্রথমে খুলনায় তাদের সামনা সামনি দেখা সাক্ষাৎ হয়। এরপর গোপালগঞ্জ আদালতে তাদের কোর্ট ম্যারিজ হয় বলে তারা জানিয়েছে। বর্তমানে ভিনদেশী জামাই স্বস্ত্রীক অবস্থান করছেন চালনায় শশুর বাড়ীতে। পিংকির বাবা স্বপন সরদার পেশায় ভ্যান চালক। ভিনদেশী এই জামাই পেয়ে তার পরিবার বেজায় খুশী বলে জানিয়েছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্বপনের বাড়ীতে ভিড় করছে ভিনদেশী জামাই দেখতে। এ বিষয়টি তাদের কাছে অসাধারন আনন্দের এমন দাবী করে তিনি বলেন, আমাদের পরিবেশ এবং খাবারের সাথে জামাই খুব সহজে মানিয়ে নিয়েছে। ভবিষাতে জামাই চাইলে মেয়েকে চীনে পাঠাতে তার কোন আপত্তি নেই বলে জানিয়েছেন। জামাই বুথাও চীনে হোটেল ব্যবসার সাথে জড়িত এমন দাবী করে বলেন, এখানে তেমন ব্যবসার সুযোগ পেলে করার ইচ্ছে আছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই নব দম্পতিকে নিয়ে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। নব দম্পতির জন্য যেমন অনেকে জানিয়েছেন শুভ কামনা তেমনি রসিকতার ছলে অনেকে বলেছেন “চায়না খুব বেশী দিন যায়না”।