বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা দিলো শ্রীলঙ্কা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৭:৩৯ পিএম
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা দিলো শ্রীলঙ্কা

বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ঘোষিত শ্রীলঙ্কার ১৭ সদস্যের দল যেন পুরনোদের প্রত্যাবর্তন আর নতুনদের উত্থানের মিশেল। দলের হাল ধরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা ও পেসার চামিকা করুণারত্নে। দুজনেই দলে ফিরেছেন সংক্ষিপ্ত ফরম্যাটে অনুপস্থিতির পর। সঙ্গে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন উদীয়মান পেসার এসান মালিঙ্কা। বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ঘোষিত শ্রীলঙ্কার ১৭ সদস্যের দল যেন পুরনোদের প্রত্যাবর্তন আর নতুনদের উত্থানের মিশেল। দলের হাল ধরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা ও পেসার চামিকা করুণারত্নে। দুজনেই দলে ফিরেছেন সংক্ষিপ্ত ফরম্যাটে অনুপস্থিতির পর। সঙ্গে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন উদীয়মান পেসার এসান মালিঙ্কা। আগামীকাল বৃহস্পতিবার পাল্লেকেলেতে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৩ জুলাই ডাম্বুলা ও ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ছয় মাস আগের নিউ জিল্যান্ড সিরিজের পর দল থেকে ছিটকে পড়া দাসুন শানাকা আবার ফিরেছেন নেতৃত্বের ভিন্ন ভূমিকায়। এবার দায়িত্বে থাকবেন চারিথ আশালঙ্কা। তবে শানাকার মাঠের অভিজ্ঞতা দলকে দেবে বাড়তি ভরসা। চামিকা করুণারত্নেও দলে ফিরে পেস আক্রমণে যুক্ত করবেন প্রয়োজনীয় বৈচিত্র্য। দলে আরেক ফিরতি তারকা দুনিথ ভেল্লালাগে। তরুণ এই স্পিনিং অলরাউন্ডার আবারও সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণের। ডানহাতি পেসার এসান মালিঙ্কা প্রথমবারের মতো জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাকে এনে দিয়েছে এই সুযোগ। এবারের দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে, আসিথা ফার্নান্দো ও চামিকা বিক্রমাসিংহে। তাদের জায়গায় বিবেচনায় এসেছে ফর্ম, ফিটনেস ও টিম কনফিগারেশনের বিষয়টি। বাকি দলে তেমন চমক নেই। ব্যাটিং লাইনআপে আছেন পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। অভিজ্ঞ দিনেশ চান্দিমালও রয়েছেন দলে। অলরাউন্ড বিভাগে থাকছেন কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। বোলিং বিভাগে ভরসা মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো, মহেশ থিকসানা ও জেফরে ভ্যান্ডারসের ওপর।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড-

চারিথা আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফরে ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো, এসান মালিঙ্কা।

আপনার জেলার সংবাদ পড়তে