গজারিয়ায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ০৪:৫৮ পিএম
গজারিয়ায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় টানা ১০দিনে সড়ক দুর্ঘটনায় ৭জনের প্রাণ ঝরেছে। দুর্ঘটনায়  গুরুতর আহত হয়েছেন প্রায় ১৫-২০ জন। সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলকে দুর্ঘটনায় হতাহতের অন্যতম কারণ বলছেন অনেকে। এ জন্য সড়কে আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হওয়ার বিকল্প নেই মনে করছেন সংশ্লিষ্টরা। 

বিভিন্ন পত্রপত্রিকা ও গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে,গতকাল ৭জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নোয়াখালী জেলা কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আজগর আলী(২৪) নিহত হন এর আগে গত ৪ জুলাই মহাসড়কের মধ্যে বাউশিয়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার বহরী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান(৩৮) ও মোটরসাইকেলের আরোহী একই গ্রামের আ. মান্নানের ছেলে মো. মুন্না(৪০) নিহত হন। এঘটনার তিনদিন আগে ১জুলাই আনারপুরা এলাকায় তিন বাহনের সংঘর্ষে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আলম মিয়ার ছেলে রনি (৩৮) নিহত হন। ২৯জুন বালুয়াকান্দি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মৃত কালু মিস্ত্রির ছেলে জয়নাল মিস্ত্রি (৬৫) নিহত হন। এসব সড়ক দুর্ঘটনায় প্রায় ১৫-২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সড়কে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারন মানুষ। সড়কে প্রাণহানি রোধে এবং দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। অভিভাবক আসাদুজ্জামান, রফিকুল ইসলামসহ কয়েকজন বলেন, সড়কে যে হারে দুর্ঘটনা বেড়েছে. তাতে সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে বাড়ি ফিরে না আসা পর্যন্ত চিন্তায় থাকতে হয়।

গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রিফাত মল্লিক বলেন, ২৯জুন থেকে চলতি মাস জুলাই ৭তারিখ পর্যন্ত ১৪টি সড়ক দুর্ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছে। তবে ৭জনের নিহতের তথ্য থাকলেও পুরো তথ্য তার কাছে নেই।

আপনার জেলার সংবাদ পড়তে