সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ০৮:১২ পিএম
সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

পাবনার সুজানগরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপে অন্তত ১২জন আহত হয়েছে। বুধবার দুপুরে সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

সুজানগর পৌর বাজারের ব্যবসায়ীরা জানায়, একজন মেয়ের সাথে মোবাইলে কথা বলার ঘটনাকে কেন্দ্র বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের গ্রুপের কতিপয় সমর্থক বিএনপি নেতা মজিবর রহমান খানের গ্রুপের সমর্থক সবুজ খানকে ছুরিকাঘাত করে। এঘটনা জানাজানির পর মজিবর রহমান খানের গ্রুপের সমর্থকরা শেখ আব্দুর রউফের গ্রুপের লোকজনের উপরে চড়াও হয়। এ সময় উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা সংর্ঘে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, ককটেল ও লাঠি সোঁটা ব্যবহার করা হয়। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১২জন আহত হয়। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ (৫২), ইউসিসিএ’র সভাপতি ইয়াকুব আলী (৫৫), মনজেদ হোসেন (৩৫), আলহাজ আলী (৪০) ও সুজন শেখকে (৩০) পাবনা সদর হাসপাতালে এবং সবুজ খান (২৫), মানিক খান (৩৫), রাসেল খান (৩৮), রিয়াজ উদ্দিন (৪০) ও শাকিল খানকে (২২) সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সুজানগর পৌর বাজারে আতঙ্ক বিরাজ করছে। বাজারের আইন-শৃঙ্খলা রক্ষায়  সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান বলেন সংঘর্ষের খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপকে নিবৃত্ত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এব্যাপারে থানায় কোন গ্রুপ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে