সোহরাওয়ার্দী উদ্যানে

‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে বাবুগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা।

মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ১১:২৪ এএম
‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে বাবুগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা।
আগামী ১৯ জুলাই ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  (১১ জুলাই)শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এ প্রস্তুতি সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি এর সঞ্চালনায়  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক অধ্যক্ষ আব্দুর রব হাওলাদার, উলামা বিভাগ এর সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সৈয়দ আলী হোসেন, রহমতপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান আলী, জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমীর মাওলানা হারুন অর রশিদ, মাধবপাশা ইউনিয়নের আমীর সৈয়দ আলতাফ হোসেন, চাঁদপাশা ইউনিয়নের আমীর মাস্টার জাকির হোসেন, কেদারপুর ইউনিয়নের আমীর মাওলানা রুহুল আমীন, দেহেরগতি ইউনিয়ন আমীর মাওলানা এরশাদ হোসেন ছাড়াও এ প্রস্তুতির সভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।  এ প্রস্তুতির সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্যে বলেন, ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবিতে জামায়াতে ইসলামী যে সমাবেশের ডাক দিয়েছে তার একটি দাবিও জামায়াতে ইসলামীর দলীয় স্বার্থে নয়। বরং প্রতিটি দাবি জাতীয় স্বার্থে। সুতরাং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সমাবেশ সমাবেশে বাবুগঞ্জের  সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাতে হবে।
আপনার জেলার সংবাদ পড়তে