ক্রেন দুর্ঘটনায় মৃত্যু, মালয়েশিয়া থেকে বাড়ি ফিরল মরদেহ

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৩:০১ পিএম
ক্রেন দুর্ঘটনায় মৃত্যু, মালয়েশিয়া থেকে বাড়ি ফিরল মরদেহ

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর সাত দিন পর দেশে তার নিজ গ্রামে পৌঁছেছে প্রবাসী ফরহাদ আহমেদ রনির মরদেহ (৩১)। যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি গ্রামের মাহামুদ আলীর ছেলে রনি ৫ জুলাই মালয়েশিয়ায় একটি নির্মাণস্থলে কাজ করার সময় মারা যান।

মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটের মাধ্যমে শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় ঢাকার হযরত শাহজালাল আন-র্জাতিক বিমানবন্দরে তার কফিন পৌঁছায়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, তার পরিবারের কাছে মরদেহ হস্তান-র করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকার চেক প্রদান করে।

এরপর অ্যাম্বুলেন্সে করে রনির মরদেহ তার গ্রামে নিয়ে যাওয়া হয়, যেখানে তার পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনরা তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে হৃদয়বিদারক শোকের দৃশ্য ফুটে ওঠে। পরে রাত ১১ টার দিকে পারিবারিক কবরস্থানে রনিকে দাফন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং বাসিন্দারা জানাজায় অংশ নেন।

পরিবারের মতে, রনি প্রায় তিন বছর আগে উন্নত জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় গিয়েছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে তারা গভীর শোক এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে