বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমিটির ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১১ জুলাই) উপেন্দ্রনাথ রায়ের বাসভবনে কমরেড অমরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড সুব্রতা রায় ও কমরেড এ্যাড রফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড উপেন্দ্রনাথ রায় ও সাধারণ সম্পাদক কমরেড আক্তারুল ইসলাম রাজু, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নূর মোহাম্মদ আনসার। কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেস সফল করতে জেলা সহ সারা দেশে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সে লক্ষে কুড়িগ্রাম জেলায় জিবি সভা, শাখা, উপজেলা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেস /জাতীয় সম্মেলন আগামী ১৯-২২শে জুলাই/ ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে সকলের সম্মতিক্রমে রাজারহাট উপজেলা সম্মেলনে কমরেড অমরেন্দ্র নাথ রায়কে সভাপতি ও কমরেড পরেশ চন্দ্র রায়কে সাধারন সম্পাদক নির্বাচন করে ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।