মাল্টিপ্লেক্সে ইতিহাস গড়লো সুপারম্যান

এফএনএস বিনোদন | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৭:১৪ পিএম
মাল্টিপ্লেক্সে ইতিহাস গড়লো সুপারম্যান

রেকর্ড ভাঙা ওপেনিং দিয়ে মাল্টিপ্লেক্সে রীতিমতো ঝড় তুলেছে হলিউড সুপারহিরো সিনেমা ‘সুপারম্যান’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে ‘সুপারম্যান’ এখন মাল্টিপ্লেক্সে চলতি বছরের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন-এর গর্বিত মালিক। বছরের অন্যতম প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘তাণ্ডব’ সিনেমার ওপেনিং ডে কালেকশনকে পেছনে ফেলে এই রেকর্ড নিজেদের করে নিয়েছে ডিসি কমিক্সের এই জনপ্রিয় চরিত্র। এই অভাবনীয় সাফল্য ‘সুপারম্যান’-কে শুধু চলতি বছরের শীর্ষে নয়, মাল্টিপ্লেক্সের ইতিহাসে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তবে সাফল্যের এই ধারা এখানেই থেমে থাকেনি। বক্স অফিসের বিশ্লেষকদেরও চমকে দিয়ে ‘সুপারম্যান’ ব্লকবাস্টার হিট ‘এনিম্যাল’ সিনেমার মাল্টিপ্লেক্স ওপেনিং কালেকশনকেও ছাপিয়ে গেছে। এর মধ্য দিয়ে সিনেমাটি জায়গা করে নিয়েছে মাল্টিপ্লেক্সে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ ওপেনিং-এর তালিকায়। এই মুহূর্তে ‘সুপারম্যান’-এর সামনে রয়েছে কেবল দুটি ব্লকবাস্টার সিনেমা-শাহরুখ খানের ‘ডানকি’ এবং ‘জাওয়ান’-এর ওপেনিং ডে কালেকশন। সিনেমাটির প্রথম দিনের উন্মাদনা এবং দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে এই দুটি রেকর্ডও ভেঙে দিতে পারে ‘সুপারম্যান’, যা এটিকে মাল্টিপ্লেক্সের ইতিহাসে এক অনন্য স্থানে বসিয়ে দেবে। গত শুক্রবার সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। রাজধানীর স্বনামধন্য স্টার সিনেপ্লেক্সের ৪৩টি এবং লায়ন সিনেমাসের ২টি সহ মোট ৪৫টি শো চলেছে ‘সুপারম্যান’ সিনেমার। এর মধ্যে শুধু স্টার সিনেপ্লেক্সেই ১৫টি শো ছিল সম্পূর্ণ হাউজফুল, যেখানে একটিও আসন খালি ছিল না। এছাড়া আরও ৮টি শো ছিল প্রায় পূর্ণ, যা সিনেমাটির প্রতি দর্শকদের সীমাহীন উন্মাদনা এবং আকাঙ্ক্ষাকেই স্পষ্টভাবে প্রমাণ করে। টিকিট কাউন্টারে ছিল দীর্ঘ লাইন, যা সাধারণত বড় ছুটির দিনে দেখা যায়। দর্শক এবং সমালোচক উভয় মহলেই ‘সুপারম্যান’-এর অ্যাকশন, ভিজ্যুয়াল ইফেক্টস এবং গল্প বলার ধরন ব্যাপক প্রশংসিত হচ্ছে। মুক্তির প্রথম দিনেই এমন অভাবনীয় সাফল্য ইঙ্গিত দিচ্ছে, মাল্টিপ্লেক্সের বক্স অফিসে আরও অনেক রেকর্ড গড়তে চলেছে ‘সুপারম্যান’, এবং এটি খুব দ্রুতই অলটাইম রেকর্ডগুলোর একটি নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে