বাবুগঞ্জের চেক প্রতারণা মামলায় গ্রেফতার ১

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৭:৫৫ পিএম
বাবুগঞ্জের চেক প্রতারণা মামলায় গ্রেফতার ১

চেক প্রতারণা মামলায় পাভেল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই ) রাত ১২ টার দিকে তাকে কেদারপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে  গ্রেপ্তার করেছেন বাবুগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত পাভেল হোসেন কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতের দিয়া গ্রামের মোঃ সুলতান হাওলাদার এর পুত্র। 

বাবুগঞ্জ থানা সূত্রে জানা গেছে,  চেক প্রতারণা মামলার পরোয়ানার ভিত্তিতে পাভেল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় একটি সূত্রে জানা গেছে পাভেল হোসেন বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।  এর পরিপ্রেক্ষিতে জসিম উদ্দিন হাওলাদার নামে এক ব্যক্তির দায়ের করা চেক প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে