মান্দায় কর্মদক্ষতা ও সমাজসেবায় অবদানে গুণীজন সংবর্ধনা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৭:৫৭ পিএম
মান্দায় কর্মদক্ষতা ও সমাজসেবায় অবদানে গুণীজন সংবর্ধনা

নওগাঁর মান্দায় ২০২৪-২৫ অর্থ বছরে সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন এবং সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পেশার গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান এবং কবি ও সাহিত্যিক আশরাফুল হক পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘সমাজের জন্য যাঁরা নিঃস্বার্থভাবে কাজ করেন, তাঁরাই সত্যিকারের গুণীজন। আজ যাঁদের সম্মাননা দেওয়া হলো, তাঁরা সমাজের বিভিন্ন স্তরে নীরবে-নিভৃতে অসাধারণ অবদান রেখে যাচ্ছেন। তাঁদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করছি। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।’

আলোচনা পর্ব শেষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, পেশাজীবী সংগঠন, গ্রামপুলিশ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিকেলে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ নিয়ে লেখা নতুন সংস্ককরণ বই এবং জলসিঁড়ি নামের একটি মননশীল সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচনসহ ৩৩জন অসহায় মানুষকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে