বাঘায় এক রাতে পাঁচ দোকানে ও কমিউনিটি ক্লিনিকে চুরি

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০৬:২৬ পিএম
বাঘায় এক রাতে পাঁচ দোকানে ও কমিউনিটি ক্লিনিকে চুরি
রাজশাহীর বাঘায় এক রাতে পাঁচটি দোকানে ও কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর নতুন বাজারে ও জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে এই চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকা চুরি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেন। এ বিষয়ে দোকান মালিক, আবু বক্কর, আব্দুস সামাদ, মহিদুল ইসলাম, আব্দুল মালেক বলেন, আমরা নিজ নিজ দোকান বন্ধ করে রাত ৯টার দিকে বাড়ি চলে যায়। সকালে এস দেখি দোকানের সাটার ভাঙ্গা। দোকানের মধ্যে ঢুকে দেখি ঘরের সমস্ত মালামাল এলোমেল। এছাড় ড্রয়ার ভাঙ্গা। পরে বিষয়টি থানাকে অবগত করা হয়। দোকানগুলোর মধ্যে ছিল ছিটকাপড়ের দোকান, সারেরর দোকান, চা স্টল, ভূষি মালের গোডাউন, ইলেকট্রনিক্স, কসমেটিক ও বিকাশ এজেন্টের দোকান। অপর দিকে বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে ওজন মাপার একটি মেশিন, ২টি বিপি মেশিন, একটি ডায়াবেটিস, একটি গ্লকোমিটার, একটি ঔষধ বক্স (ইনটেক), একটি ইন্টারনেট রাউটার, একটি ক্যালকুলেটর, কাঁচি সেট-১টি। এ বিষয়ে বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, চুরির বিষয়ে মোবাইলে অবগত করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে