পাঁচ লাখ টাকার মাছ লুট!

তানোরে শুকুর মন্ডল ওয়াক্ফ এস্টেট সম্পত্তি জবর-দখল

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ১১:৪২ এএম
তানোরে শুকুর মন্ডল ওয়াক্ফ এস্টেট সম্পত্তি জবর-দখল
রাজশাহীর তানোরে শুকুর মন্ডল ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি জবর-দখল করে ৫ লাখ টাকার মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে মঙ্গলবার ১৫ জুলাই ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লী রেজিয়া বিবি (৭০) বাদী হয়ে ১০ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচন্দর ইউপির প্রাণপুর পাঠাকাটা গ্রামে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রাণপুর মৌজার তিনটি আরএস খতিয়ানের ২১.৪১০০ একর সম্পত্তি শুকুর মন্ডল ওয়াক্ফ এস্টেট নামে প্রচলিত। উক্ত সম্পত্তির এস্টেট পক্ষে মোতওয়াল্লী হিসেবে পাতানী বেওয়া, সম্পা বেওয়া, রাবিয়া ও রোজিয়া বিবি দীর্ঘদিন ধরে বিধিমতে ভোগদখল করে আসছেন। কিন্তু ওই সম্পত্তির মালিকানা দাবি করে জবর দখলের চেস্টা করছেন একই গ্রামের মুকুল মাস্টার (৪০), সারোয়ার (৩৫), খালেক (৫০), আলিম (৫০), সাঈদ (৫৫), ডালিম (৪০), আমিনুল (৬০), বকুল (৫০), কুদ্দুস (৫৫) ও হুসাইন (৩০)। ফলে ওই ওয়াক্ফ এস্টেটের সম্পত্তির দখল নিয়ে দীর্ঘদিন ধরে চলছে উভয়পক্ষের মধ্যে মামলা ও হামলা। এহেন পরিস্থিতিতে সম্প্রতি ১০ জুলাই সকালে শুকুর মন্ডল ওয়াক্ফ এস্টেট সম্পত্তি দখলের চেস্টা করে পুকুরে বড় ব্যাড় জাল নামিয়ে মাছ ধরে নেয় মুকুল মাস্টার ও তার বাহিনী। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। এদিকে এই অবৈধ দখলদারদের উচ্ছেদে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছেন রেজিয়া বিবি বলে নিশ্চিত করেছেন তার ছেলে দেলোয়ার হোসেন। এনিয়ে মুকুল মাস্টার বলেছেন, তারা বিজ্ঞ আদালতে ডিগ্রি পেয়েছেন। এজন্য বিধিমতে মাছ ধরা হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট ওয়াক্ফ প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে এড়িয়ে গেছেন। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বলেছেন, কোন ওয়াক্ফ এস্টেট সম্পত্তি দখল করে পুকুরে জাল নামিয়ে বলপ্রয়োগ করে মাছ ধরে নিলে থানায় অভিযোগ করা উচিত। এরপরও ব্যাপারটি নিয়ে যদি তাঁর দপ্তরে অফিযোগ হয়ে থাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউএনও। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে