সৈয়দপুরে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে পুলিশের অভিযান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০২:২৫ পিএম
সৈয়দপুরে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে পুলিশের অভিযান

সৈয়দপুর দিনাজপুর নীলফামারী মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ সতর্কতামুলক অভিযান পরিচালনা করেছে। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নে তারাগঞ্জ হাইওয়ে থানা এ অভিযান চালায় সৈয়দপুর দিনাজপুর ও নীলফামারী মহাসড়কের ওয়াপদার মোড় এলাকায়। 

১৬ জুলাই ট্রাফিক ম্যানেজমেন্ট ডিউটি করা কালীন মহাসড়কে থ্রি হুইলার না চালানো এবং এ যানবাহনে না উঠার জন্য চালক ও যাত্রীদের সচেতন করা হয়। 

এ সময় অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তা জানান,মহাসড়কে দুর্ঘটনার অন্যতম বড় কারণ থ্রি হুইলার। বর্তমানে টোটাল সড়ক দুর্ঘটনার চার ভাগের এক ভাগের কারণ থ্রি হুইলার। এ যানবাহনে অহরহ প্রানহানির ঘটনা ঘটছে। অথচ এটি মহাসড়কে চলাচল নিষিদ্ধ করা হয়। তবুও কতিপয় ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে এ যানবাহন চালায়। এখন আমরা তাদেরকে সতর্ক করছি। যদি এতে কাজ না হয় তাহলে কঠোর আইনি প্রক্রিয়ায় তাদের নিয়ে আসা হবে। আমরা মহাসড়কে থ্রি হুইলার না চালানোর জন্য তাদের সতর্ক করছি। সাথে যাত্রীদেরকেও এ বাহনে যাতায়াত না করার অনুরোধ করছি।