মান্দায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৭:২৪ পিএম
মান্দায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও মিথ্যা অপপ্রচার করায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে নওগাঁর মান্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১টার দিকে টিঅ্যান্ডটির মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রসাদপুর বাজারের গোলচত্বরে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সহিদুজ্জামান সালেক প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে