জাতীয় সমাবেশ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর মান্দা উপজেলা শাখা র্যালি ও সমাবেশ করেছে। এ উপলক্ষ্যে আজ বুধবার বিকেল ৫টার দিকে কোর্ট মসজিদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, মাজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাও. মোস্তাফা আল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ইলিয়াস খান প্রমূখ।