বাঘায় জুলাই গণঅভ্যুখানে আহত ও শহিদদের স্মরণ সভা

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ১১:৫৬ এএম
বাঘায় জুলাই গণঅভ্যুখানে আহত ও শহিদদের স্মরণ সভা
রাজশাহীর বাঘায় জুলাই গণঅভ্যুখানে আহত ও শহিদদের স্মরণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুখানে আহত ও শহিদদের স্মরণে স্বরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা জামায়াত ইসলামীর আমীর আবদুল আল মামুন, উপজেলার কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিয়া, উপজেলা ছাত্র সমাজের প্রতিনিধি হাফিজ উদ্দিন, জুলাই আন্দোলনের অংশগ্রহণ কারী আহত আড়ানী পিয়াদাপাড়া গ্রামের বাদশা আলী, আড়ানী হামিদকুড়া গ্রামের আবদুল মালেক, এনসিপি উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা মডেল মসজিদের ঈমাম জুলাই আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।