স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছেন, “গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন ১০ জন পুলিশ সদস্য। এ ঘটনায় গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে এত পরিমাণ (নাশকতা অর্থে) যে হবে ওই তথ্যটি ছিল না।
তিনি আরও যোগ করে বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে যারা অন্যায় করেছেন তারা গ্রেফতার হবেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না’।
‘ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক’-যোগ করেন এ উপদেষ্টা।