পোরশা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

এফএনএস (এম রইচ উদ্দিন, পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৫:৪৭ পিএম
পোরশা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

নওগাঁর পোরশায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্য এবং মব সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় নিতপুর দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ মোজাম্মেল হক শাহ চৌধুরী। এসময় যুগ্ম সাধারন সম্পাদক শাকিল জাভেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নুর আহম্মেদ, নিতপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বেলাল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সহ এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে