নরওয়ে প্রতিভাবান সভেরে নিপানকে রোসেনবার্গ থেকে চুক্তির ঘোষণা দিলো ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে এই কিশোর ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তির কথা জানিয়েছে প্রিমিয়ার লিগ ক্লাব। সংবামাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারিতে নিপানকে নিয়ে প্রবল আগ্রহী ছিল আর্সেনাল। রোসেনবার্গের হয়ে ৭০ ম্যাচ খেলা নিপানের প্রথম দলে অভিষেক হয় ১৫ বছর বয়সে। সেখানে ১৪ গোল ও ১১ অ্যাসিস্ট ছিল তার। ১৮ বছর বয়সী নিপান বলেছেন, ‘ম্যানসিটিতে যোগ দিতে পেরে আমি খুব খুশি ও গর্বিত। এই ক্লাবের অংশ হতে পারা এবং বিশ্বমানের প্রতিভাবানদের সঙ্গে যুক্ত হতে পারা যে কোনও তরুণ ফুটবলারের জন্য স্বপ্ন।’ কোচ পেপ গার্দিওলার কাছ থেকে দীক্ষা নেওয়ার আগ্রহ তার, ‘আমি এখনও অনেক তরুণ, অনেক কিছু শেখার আছে। বিশ্ব সেরা কোচ পেপ গার্দিওলার কাছ থেকে শেখার সুযোগ আমাকে একজন ভালো খেলোয়াড় হতে সাহায্য করবে।’ এই দলে আছেন আরেক নরওয়েজিয়ান আর্লিং হাল্যান্ড। জাতীয় দলে এখনও অভিষেক না হওয়া নিপান দেশের তারকা খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত, ‘এরই মধ্যে আর্লিং হাল্যান্ড ও অস্কার ববের মাধ্যমে নরওয়ে ও ম্যানসিটির মধ্যে বিশেষ যোগাযোগ তৈরি হয়েছে। সবশেষ নরওয়েজিয়ান খেলোয়াড় হিসেবে ক্লাবটিতে যোগ দিতে পেরে আমি খুব গর্বিত।’ চলতি গ্রীষ্মের দলবদলে পঞ্চম খেলোয়াড় হিসেবে নাইপানকে দলে টানলো সিটি। এর আগে রায়ান আইত নৌরি, রায়ান চেরকি, তিজানি রেইন্ডার্স ও মার্কাস বেতিনেলি যোগ দিয়েছেন।