পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অধ্যুষিত হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের গুমানী নদীর বওশা ব্রিজ,ছাওয়ালদহ বিল,দরাপপুর বিল,সমাজ বিল এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন জানান,উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক খলিলুর রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
প্রসঙ্গতঃ গত দেড় মাসে উপজেলার গুমানী নদী,খলিশাগাড়ি বিল,আফরার বিল,ডিকশি বিল,ছাওয়ালদহ বিল,কিনু সরকারের জোলাসহ বিভিন্ন বিলে পৃথক পৃথক অভিযান চালিয়ে অসংখ্য চায়না দুয়ারি ও কয়েক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বিলপাড়ের সাধারণ মানুষ জানান,চলনবিলের দেশি প্রজাতির মাছ বিশেষ করে মা ও পোনা মাছ বাঁচাতে এ অভিযান অব্যাহত রাখা দরকার। তারা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন।