চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০৭:০৪ পিএম
চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

অবসর ও কল্যানের টাকা অবসরের তিনমাসের মধ্যে প্রদান, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আহবানে চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক-এর মাধ্যমে আজ ২০ জুলাই রবিবার বিকাল সাড়ে ৩ টায় স্মারকলিপি পেশ করা হয়।

সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মো: বিলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হোসেন ঢালীর নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে  অংশ নেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি  কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো: বাবুল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান ও জেলা কমিটির সদস্য মো: শাহ আলম।

স্মারকলিপির একাংশে উল্লেখ আছে, দেশের মাধ্যমিক পর্যায়ে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীরা রাষ্ট্রের শিক্ষাব্যবস্থা অন্যতম ভিত্তি। তাদের দায়িত্ব, নিষ্ঠা ও শ্রমের মাধ্যমে প্রজন্ম গড়ে উঠছে, অথচ অবসরের পরে প্রাপ্য ভাতা ও সুবিধাদি পেতে গিয়ে শিক্ষক সমাজকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। 

স্মারকলিপির অপর অংশে উল্লেখ আছে, অবসরকালীন ভাতা ও কল্যাণভাতা প্রাপ্তিতে অতিরিক্ত সময়ক্ষেপনের কারণে অনেক শিক্ষক মৃত্যুর আগেও এ ভাতা না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক। 

আপনার জেলার সংবাদ পড়তে