বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। এই সফর শুধু একটি আন্তর্জাতিক আয়োজন নয়, বরং ব্যান্ডের ভক্তদের জন্য একটি আবেগঘন প্রত্যাবর্তনও বটে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, পেনসিলভানিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়াসহ মোট ১২টি শহরে কনসার্ট করবে অর্থহীন।
অর্থহীনের ফ্রন্টম্যান সাইদুস সালেহীন খালেদ সুমনের দীর্ঘদিনের অসুস্থতার কারণে ব্যান্ডটি মঞ্চ থেকে দূরে ছিল। ২০১২ সালে তাঁর মেরুদণ্ডে ক্যানসার ধরা পড়ে, যা পরে ছড়িয়ে পড়ে মস্তিষ্ক, গলা, কিডনি ও পাকস্থলী পর্যন্ত। এখন পর্যন্ত তাঁর শরীরে হয়েছে ২০টিরও বেশি অস্ত্রোপচার। তাঁর শারীরিক অবস্থার উন্নতির পর অবশেষে ব্যান্ডটি আবার আন্তর্জাতিক অঙ্গনে পারফর্ম করতে যাচ্ছে।
এই কনসার্ট সফরটি আয়োজন করছে মিউজিক বাংলা ও ভেরিটাস ইভেন্টস। অর্থহীনের ব্যবস্থাপক এহসানুল হক টিটো জানিয়েছেন, ‘সুমন ভাই এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র সফরের কথা হচ্ছিল, এবার সেটি বাস্তবায়িত হচ্ছে।’
তিনি আরও জানান, ‘দেশের বাইরে আমাদের অনেক শ্রোতা রয়েছেন। তাঁরা অনেক সময় অন্য ব্যান্ডের কনসার্ট উপভোগ করলেও অর্থহীনের লাইভ পারফরম্যান্স কখনো দেখেননি। এবার সেই অভাব পূরণ হচ্ছে।’
এই সফরের মাধ্যমে আবারও নিয়মিত মঞ্চে ফেরা হচ্ছে ব্যান্ডটির। ফেসবুক পেজে কনসার্টের তারিখ ও ভেন্যু শিগগিরই জানানো হবে। একইসঙ্গে অর্থহীন জানিয়েছে, চলতি বছরই তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ প্রকাশ পাবে। এর আগে প্রকাশিত হয় ‘ফিনিক্সের ডায়েরি ১’।
অর্থহীন ব্যান্ডের বর্তমান লাইনআপ:
• সুমন – গায়ক ও বেজ গিটার
• মার্ক ডন – ড্রামস
• এহতেশাম আলী – গিটার
এই সফর শুধু কনসার্ট নয়, বরং একটি প্রত্যাবর্তনের প্রতীক। অর্থহীনের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক আনন্দঘন প্রত্যাশা।