ঠোঁটে ফিলার ভাঙিয়ে বিপাকে উরফি, দিলেন সতর্কবার্তা

বিনোদন প্রতিবেদক | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ০২:২৪ পিএম
ঠোঁটে ফিলার ভাঙিয়ে বিপাকে উরফি, দিলেন সতর্কবার্তা

উরফি জাভেদ তার ফ্যাশন সাহসিকতার জন্য বরাবরই আলোচনায় থাকলেও, এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার মুখ ও ঠোঁটের চেহারা। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা যায় তার ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে গেছে এবং মুখ লাল হয়ে উঠেছে। এই রূপান্তর দেখে অনেকে ভেবেছেন এটি কোনো অ্যালার্জি কিংবা শারীরিক সমস্যা। তবে উরফি নিজেই জানিয়েছেন, এটি তার পুরনো ঠোঁট ফিলার সরানোর প্রক্রিয়ার ফল।

তিনি বলেন, ১৮ বছর বয়স থেকেই ফিলার ব্যবহার করছেন এবং এটি ছাড়া নিজেকে কল্পনা করতে পারতেন না। তবে সময়ের সাথে ভুলভাবে বসানো ফিলারস তার মুখের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছিল। তাই এবার তিনি তা ভাঙিয়ে ফেলেছেন এবং জানিয়েছেন ভবিষ্যতে প্রাকৃতিক উপায়ে ঠোঁটের রূপ সংযোজন করবেন—ইনজেকশন নয়।

এই প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক হলেও, তা করার আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞরাও বলছেন, হায়ালুরোনিডেস নামক একটি এনজাইম ব্যবহার করে ফিলার ভাঙানো হয়, যা সঠিক পদ্ধতিতে হলে নিরাপদ। তবে এ বিষয়ে যথেষ্ট সতর্কতা প্রয়োজন।

উরফির অভিজ্ঞতা নেটিজেনদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন তার ফুলে যাওয়া ঠোঁট ও লাল হয়ে যাওয়া মুখ দেখে। কেউ কেউ তাকে সাহসী বলেও অভিহিত করেছেন, কারণ তিনি নিজের সৌন্দর্য-ভুল এবং সংশোধনের বিষয়টি গোপন না রেখে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে