নওগাঁর মহাদেবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৯০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করে মহাদেবপুর থানায় সোপর্দ করা হয়।
আটকরা হলো, উপজেলা সদরের দুলালপাড়ার মৃত গোপাল সরকারের ছেলে মানিক সরকার (৪০), উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর পশ্চিমপাড়ার আজাদ সরদারের ছেলে রেজাউল করিম (৩২) ও শিবরামপুর মধ্যপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে সাহেব আলী (৫৫)।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের রোববার বিকেলে নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে।