তানোরে মেধাবী শিক্ষার্থীরা পেলো ক্রেষ্ট ও সনদপত্র অর্থসহ সংবর্ধনা

এফএনএস (মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ০২:১৮ পিএম
তানোরে মেধাবী শিক্ষার্থীরা পেলো ক্রেষ্ট ও সনদপত্র অর্থসহ সংবর্ধনা

রাজশাহীর তানোরে ৩৭ মেধাবী শিক্ষার্থী পেলো ক্রেষ্ট ও সনদপত্র অর্থসহ সংবর্ধনা। ২০২২ ও ২০২৩ সালের ফলাফলের ভিত্তিতে এসএসসিতে মেধার স্বীকৃতি স্বরূপ ১০ হাজার টাকা এবং এইচএসসিতে মেধার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ২৫ হাজার টাকা যা আগেই তাদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছিলো। সোমবার দুপুরে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এসব মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজ গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্মিম (এসইডিপি) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। উক্ত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোঃ আছাদুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক আব্দুর রশিদ, রাজশাহী জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহাব। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, রাজশাহী জেলা শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী মাষ্টার, তানোর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাষ্টার।অনুষ্ঠানটি পরিচালনা করেন চাপড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান মাষ্টার প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে