নদীতে ভাসছিলো নিঁখোজ রিকশা চালকের মরদেহ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ০৪:১৬ পিএম
নদীতে ভাসছিলো নিঁখোজ রিকশা চালকের মরদেহ

বরিশালের দপদপিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকার কীর্তনখোলা নদীতে ভাসছিলো নিখোঁজ রিকশা চালক সাগর হাওলাদারের (৩৮) মরদেহ। খবর পেয়ে সদর নৌ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। সাগর হাওলাদার নগরীর ভাটার খাল এলাকার বাসিন্দা দলিল উদ্দিনের ছেলে। পেশায় তিনি রিকশা চালক ছিলেন।

মঙ্গলবার (২২ জুলাই) তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল সদর নৌ-থানার ওসি অসীম কুমার সিকদার জানান, গত ২০ জুলাই নিখোঁজের খবর পেয়ে ওইদিন বিকেলে ফায়ার স্টেশনের ডুবুরিরা সাগরকে উদ্ধারে নদীতে ব্যাপক তৎপরতা চালিয়েও কোন সন্ধান পাননি। পরবর্তীতে সোমবার বিকেলে স্থানীয়রা দপদপিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

নিখোঁজের স্বজনরা জানিয়েছেন, ঘটনারদিন ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁঁজ হয় সাগর। এরপর কীর্তনখোলার ডিসি ঘাট এলাকা থেকে সুমনের পাঞ্জাবি ও টুপি উদ্ধারের পর সবাই নিশ্চিত হন সাগর নদীতে পরে নিখোঁজ হয়েছেন। সূত্রে আরও জানা গেছে, মৃগী রোগে আক্রান্ত সাগর হাওলাদার এর আগেও একাধিকবার নদীতে পরে গিয়েছিল। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে