বুধবার ২৩ জুলাই চাঁদপুর জেলা সফরে আসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। নতুনরূপে চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলার প্রত্যয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির নেতারা আসছেন এ জেলায়। আর এমন খবরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
২২ জুলাই মঙ্গলবার বিকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জুলাই পদযাত্রার কর্মসূচী নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম।
তিনি বলেন, রাষ্ট্রীয় শোক পালন শেষে আগামীকাল বুধবার ২৩ জুলাই থেকে আবারো মাসব্যাপী পদযাত্রা শুরু হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বুধবার সকাল ১১ টায় চাঁদপুর বাসস্ট্যান্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে “দেশ গড়তে জুলাই পদযাত্রা”। এই পদযাত্রা একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরী করতে যাচ্ছে চাঁদপুরবাসীর জন্য এবং এটি আগামী দিনের চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।
তিনি কর্মসূচী সম্পর্কে বলেন, সকাল ৯টায় সার্কিট হাউজে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, সকাল ১১ টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা, দুপুর ১ টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন, বিকাল ২ টায় দোয়াভাঙ্গায় পদযাত্রা শেষে তারা অন্য জেলার উদ্দ্যেশ্যে রওনা হবেন। ইতিমধ্যে নোয়াখালী হতে পদযাত্রায় উপস্থিত হতে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৯০ জন নেতা রওনা হয়েছেন। এছাড়াও ঢাকা ও আশপাশের জেলা হতেও অনেক নেতারা আসছেন। এতে আরও উপস্থিত থাকবেন জুলাইয়ের বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিম আলম, নাসীরউদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমাদের বিশ্বাস, এই পদযাত্রা হবে জনগণের প্রত্যাশার প্রতিফলন এবং চাঁদপুরের ভবিষ্যতের দিক নির্দেশক।
সংবাদ সম্মেলনে কথা বলার শুরুতে রাজধানীর উত্তরায় সংগঠিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতের স্মরণে তিনি সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মাগরিবের নামাজের পর বাসস্ট্যান্ড মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন রয়েছে বলে তিনি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মো মাহবুব আলম, এনসিপি যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু, এনসিপি চাঁদপুর জেলার যুগ্ম সমন্বয়ক তামিম খান, সদস্য সাইফুল ইসলাম, চাঁদপুর সদরের যুগ্ম সমন্বয়ক মুফতি মাহমুদুল হাসান,এনসিপি যুব শক্তির সংগঠক মেহেদী হাসান তানিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে এর আগে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন,জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা একটি রাজনৈতিক দল হিসেবে পথসভা ও পদযাত্রা করতে যতটুকু নিরাপত্তা পাওয়ার কথা সেসকল প্রস্তুতি জেলা পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছে। তারা যাতে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সুন্দরভাবে এ জেলায় তাদের অনুষ্ঠান সফল করতে পারে সেদিকে নজর রেখে আমাদের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।