নাসিরনগরের গর্বিত সন্তান প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামের অনন্য কীর্তি

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০২:০০ পিএম
নাসিরনগরের গর্বিত সন্তান প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামের অনন্য কীর্তি

আন্তর্জাতিক অঙ্গনে নাসিরনগরের সম্মান ও সুনাম এগিয়ে নিয়ে যাচ্ছেন উপজেলার প্রতিভাবান সন্তান প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম ।  তিনি সম্প্রতি যুক্তরাজ্যের স্বনামধন্য ইউনিভার্সিটি অফ পোর্টসমাউস থেকে কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে এম.এস.সি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন। মঙ্গলবার ( ২২ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই সাফল্যের স্বীকৃতি  পেয়েছেন।

এর আগে তিনি মালয়েশিয়ার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। সেই অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে তিনি প্রতিষ্ঠা করেন নিজস্ব একটি প্রকৌশল প্রতিষ্ঠান  "গ্রীণ ভ্যালি আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট"এর মাধ্যমে তিনি স্থানীয় উন্নয়ন, আধুনিক নির্মাণ পরিকল্পনা ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে গেছেন।

বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং আরও আধুনিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের নির্মাণ ও অবকাঠামো খাতে যুগান্তকারী অবদান রাখার লক্ষ্যে কাজ করছেন।


প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট কান্দি গ্রামের একজন গর্বিত সন্তান। তাঁর পিতা হাজি আবদুল বাছির। তিনি পরিবারের ছয় ভাইয়ের মধ্যে পঞ্চম।

এক বার্তায় তিনি বলেন,"আমার লক্ষ্য শুধু নিজের জন্য নয়, দেশের জন্যও। আমি চাই আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অবকাঠামো খাতে একটি টেকসই, আধুনিক ও মানবিক উন্নয়ন গড়ে তুলতে। এবং সেই সাথে  জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন চালিয়ে যেতে চাই"

নাসিরনগরের মাটি থেকে উঠে আসা এই মেধাবী প্রকৌশলী আজ বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করছেন যা শুধু তাঁর পরিবার নয়,পুরো এলাকার জন্যই এক গর্বের বিষয়।

আপনার জেলার সংবাদ পড়তে