বরিশালের আ’লীগ সভাপতি গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০২:২৩ পিএম
বরিশালের আ’লীগ সভাপতি গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম নগরীর জিলা স্কুল মোড় এলাকার একটি বাসায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ছবিকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ছগির হোসেন জানান, কোতোয়ালি মডেল থানার একাধিক মামলার আসামি মনিরুল ইসলাম ছবি গতবছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগসহ একাধিক মামলার এজাহারভূক্ত আসামি মনিরুল ইসলাম ছবি। জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রাজপথে সরব ছিলেন। তবে ৫ আগস্টের পর তিনি বরিশাল নগরীতেই আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে থানার একাধিক মামলা রয়েছে। ওসি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে