মান্দায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৭:৫৪ পিএম
মান্দায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নওগাঁর মান্দায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম শেখ, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, বাশিস মান্দা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর প্রমূখ।

শেষে ২০২২ ও ২৩ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সেরা ১০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে