রাজবাড়ীর পাংশায় জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পাংশা উপজেলা পরিষদ পার্ক ও উপজেলা পরিষদের বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ, সমবায় অফিসার মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহা: জাহাঙ্গীর আলম, সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা খাদ্য সংরক্ষণ কর্মকর্তা এ, কে, এম শাহ্ নেওয়াজসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।