হাসাদুল ইসলাম হীরা

পাবনা-৩ আসনে বহিরাগত কোন ব্যক্তির মনোনয়ন মানিনা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৭:১২ পিএম
পাবনা-৩ আসনে বহিরাগত কোন ব্যক্তির মনোনয়ন মানিনা

পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা বলেছেন,আমরা চাটমোহর থেকেই ধানের শীষের মনোনয়ন চাইবো। আমি চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরবাসীকে নিয়ে থাকবো। বহিরাগত কোন মনোনয়ন আমি মানিনা। আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো। আমি কাউকে সমর্থন করিনা,আমি দলের নগন্য একজন কর্মী মাত্র। দলের কেন্দ্রীয় নেতারা এসেছিলেন,তাই আমি সেখানে গিয়েছি। তুহিন ভাই কোন লিখিত কাগজ দেখাতে পারেনি। 

তিনি বলেন,আমার বিশ্বাস,আমি মনে প্রাণে বিশ্বাস করি,চাটমোহরবাসী যেন সেই বিশ্বাস নিয়ে থািকেন,আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারও চাটমোহর থেকেই ধানের শীষের মনোনয়ন দিবেন। 

গীরা আরো বলেন,আমি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। হামলা,মামলা,জুলুমের শিকার হয়েছি। পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের দ্বারা আমি নিয়াতনের শিকার হয়েছি। তারপরও বিএনপি থেকে এক বিন্দু সরে দাঁড়াইনি। চাটমোহর থানায় দীর্ঘদিন কোন এমপি নাই,যে থানায় কোন উন্নয়ন নাই। এ থানাটি এখন গ্রামে পরিণত হয়ে গেছে। আমি বিএনপির ভোরপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো,আপনি আসুন,মাঠ পর্যায়ে জরিপ করুন,আপনার যাকে পছন্দ হয়,তাকে ধানের শীষের মনোনয়ন দেন। আমি তারই নির্বাচন করবো ইনশাল্লাহ। 

বুধবার (২৩ জুলাই) হাসাদুল ইসলাম হীরার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সন্ধ্যায় চাটমোহর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।  

বুধবার বিকেল ৩টায় চাটমোহর সরকারি কলেজ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর সেটি চাটমোহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গুড়া হয়ে ফরিদপুর উপজেলায় যায়। ফরিদপুর থেকে ভাঙ্গুড়া হয়ে সন্ধ্যায় চাটমোহরে ফিরে এসে স্থানয়ি বাসস্ট্যান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন,বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলা,ডিবিগ্রামের মিজানুর রহমান মজনু,আঃ মুতালিক প্রামানিকসহ বিভিন্ন ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতৃবৃন্দ। 

পথসভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে চাটমোহর থেকে প্রার্থী দাবি করে হাসাদুল ইসলাম হীরাকে এমপি মনোনয়ন দেওয়ার জন্য দলের প্রতি আহবান জানান। পথসভা শেষে ঢাকার মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।   

আপনার জেলার সংবাদ পড়তে