অচল রাস্তা সচল করে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০২:৫২ পিএম
অচল রাস্তা সচল করে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা

নিজ অর্থে কর্দমক্ত রাস্তায় বালুর বস্তা ফেলে জনসাধারণের জন্য চলাচলের উপযুক্ত করে দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন প্রবাসী বিএনপি নেতা বুলবুল চোকদার।

জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন থেকে কর্দমক্ত হয়ে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগি হয়ে পরেছে। এনিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রবাসী বিএনপি নেতা বুলবুল চোকদারের। পরবর্তীতে তিনি খোঁজ খবর নিয়ে ব্যক্তিগত অর্থায়নে রাস্তার কর্দমক্ত অংশে বালুর বস্তা ফেলে রাস্তাটি চলাচলের জন্য উপযোগী করে দিয়েছেন। বিএনপি নেতা বুলবুল পশ্চিম বেজহার গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাইদ চোকদারের ছেলে এবং সৌদি আরব পূর্বাঞ্চল শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে মোবাইল ফোনে প্রবাসী বিএনপি নেতা বুলবুল চোকদার বলেন, কর্দমক্ত রাস্তাটির সচিত্র প্রতিবেদন দেখে ওই এলাকায় আমার লোকজন পাঠিয়ে জানতে পারি রাস্তাটি দীর্ঘদিন থেকে অবহেলিত। তাই এলাকাবাসীর চলাচলের জন্য প্রাথমিকভাবে বালুর বস্তা ফেলে জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকার যেকোন সমস্যা সমাধানে পূর্বেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

আপনার জেলার সংবাদ পড়তে