সারাদেশের ন্যয় চাঁদপুর জেলাতেও জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (২৬ জুলাই ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ যুবা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টার দিকে লাখো কন্ঠের এই শপথ পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানের সভা প্রধানের বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
তিনি বলেন, আজকে যে শপথ পাঠ করানো হলো, তা শুধুমাত্র পাঠে সীমাবদ্ধ নয়, এটি আমাদেরকে ধারণ ও অনুধাবন করতে হবে। এটি ধারণ করে যেন আমাদের সকল ক্ষেত্রে ন্যয় বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্য সৃষ্টি না করি। এই শপথের যে মর্ম তা যেন সর্বক্ষেত্রে প্রতিপালন করি।