এবার জনতার রোষানলে মাদক বিক্রেতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৫:১১ পিএম
এবার জনতার রোষানলে মাদক বিক্রেতা

গ্রামবাসীর রোষানলে পরে পুলিশের তালিকাভূক্ত এক চিহ্নিত মাদক ব্যবসায়ী তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে। অবশেষে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা ৮১ পিস ইয়াবাসহ সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিল্লগ্রামস্থ ছালেবাগ নামক এলাকায়। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এসএম মাসুদ রানা বলেন, ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সোহেলকে দেখে গ্রামবাসী ধাওয়া করেন। একপর্যায়ে জনতার রোষানলে মাদক ব্যবসায়ী তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার অসংখ্য নারী-পুরুষের উপস্থিতিতে মাদক বিক্রেতার ফেলে যাওয়া মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৮১ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মাসুদ রানা আরও বলেন, বিষয়টি তাৎক্ষনিক মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেনকে অবহিত করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন বলেন, গৌরনদী উপজেলাকে মাদকমুক্ত করার জন্য উপজেলা প্রশাসন থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সেমতে প্রতিটি গ্রামে ও মহল্লায় মাদক বিরোধী একাধিক টিম গঠণ করা হয়েছে। তারা এখন থেকে মাদক বিক্রেতা ও সেবীদের আটক করতে প্রশাসনকে সহায়তা করবে। তিনি আরও বলেন, প্রশাসনের একারপক্ষে কখনই মাদক মুক্ত করা সম্ভব হয়। এজন্য প্রত্যেক এলাকার সচেতন নাগরিকদের মাসুদ রানাদের মতো এগিয়ে আসতে হবে। তবেই মাদক মুক্ত করা সম্ভব হবে। 

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাদক বিক্রেতার ফেলে যাওয়া মোটরসাইকেলসহ উদ্ধারকৃত ইয়াবা ও সেবনের সরঞ্জামাদি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।


আপনার জেলার সংবাদ পড়তে