শনিবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ ভাবে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজবুল কবির এবং জুলাই যোদ্বা ও ছাত্র প্রতিনিধি গন।
বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.ইবরাহিম। বক্তব্য রাখেন, সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক সহিদুল ইসলাম। জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল হক মাস্টার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.রেজবুল কবির, ছাত্র প্রতিনিধি মো. ইমাম হোসেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম তাঁর বক্তব্যে বলেন, “সুশাসন ও নৈতিকতা চর্চার মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। জুলাই যোদ্ধারা হচ্ছে সেই পরিবর্তনের শক্তি, যারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজ পরিবর্তনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান করেন। শিক্ষার্থীরা জানান, তারা সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রতিজ্ঞাবদ্ধ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।