সেনবাগে এক রাতে তিন বাড়িতে ডাকাতি, গ্রেফতার ২

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৬:৫৪ পিএম
সেনবাগে এক রাতে তিন বাড়িতে ডাকাতি, গ্রেফতার ২

সেনবাগে একরাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত মোঃ শহিদ মিয়া (৩৩) ও মোঃ দ্বীন ইসলাম প্রকাশ স্বপন (৩৮) নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। এসময় পুলিশ তাদের নিকট থেকে লুন্ঠিত ৯০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও ডাকাতির সময় ব্যবহৃত ০৫টি প্লাস্টিকের টর্চ লাইট, ১টি চাইনিজ কোড়াল, ১টি দা, ১টি লোহার শাবল, ১টি লোহার দামা, ২টি ছোরা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামী সহিদ মিয়ার বাড়ি সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউপির ১নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামে, সে ওই গ্রামের মনির উদ্দিন পন্ডিত বাড়ির সিরাজ মিয়ার ছেলে এবং অপর আসামী মোঃ দ্বীন ইসলাম প্রকাশ স্বপনের বাড়ি সোনাইমুড়ী উপজেলার বজরা গ্রামে দাইয়া মিয়ার বাড়ী, সে ওই বাড়ির সুখ মিয়ার ছেলে। এছাড়াও গ্রেফতারকৃত দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদলের অপর সদস্য শাহাদাত হোসেন প্রকাশ রিমনের বেগমগঞ্জ উপজেলার পৌর করিমপুর গ্রামস্থ মোহাম্মদ উল্লাহ প্রকাশ কালা মিয়ার বিিড়তে অভিযান পরিচালনা করলে রিমন বাড়ির পুকুরে লাফ দিয়ে পালিয়ে যায়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমান জানান, গত ২৪ জুলাই বৃহস্পতিবার  দিবাগত রাত অনুমান সোয়া ১ টারদিকে ৮/৯ জন মুখোশধারী ডাকাতদল টর্চ লাইট, কোরাবারি, রড/দরজা বাঁকা করার শাবল, চাপাতি, ছোরা, কিরিচ এবং লোকাল গান(এলজি) নিয়ে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউপির ০৭নং ওয়ার্ড পূর্ব কাবিলপুর গ্রামের মোঃ হুমায়ুন কবির (৫০)সাবেক মেম্বারের বাড়ির বিল্ডিং ঘরে বেলকনির প্লাস্টিকের দরজার চিটকিনি ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে। এ সময়  পরিবারের লোকজন ও বাড়ীতে বেড়াতে আসা বড় মেয়ে, শাশুরী, খালা শাশুরীদের পরনে ও বাড়ীতে থাকা  থেকে ১০ স্বণালংকার, নগদ ১লাখ ৪৮ হাজর টাকা, ২টি স্মার্ট মোবাইল লুট করে নিয়ে যায়। এছাড়াও একই রাতে কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুর হক চেরাজের মইজদীপুর গ্রামের বাড়িতে রাত আড়াইটার দিকে বিলিন্ডিংয়ের দরজা ভেঙ্গে পরিবারেন শিশুকে জিম্মি করে ৮ভরি স্বর্ণাংকার লুট করে নিয়ে যায়। এছাড়াও কাবিলপুর গ্রামের জৈনক কামাল পাটোয়ারীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে বসত ঘরের গেইট ভাঙ্গার সময় কুয়েতে থাকা ছেলে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি পরিবারারে সদস্যদের জানালে তারা চিৎকার শুরু কররে ডাকাত দল পালিয়ে য়ায়। পরে সকালে ডাকাতির খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার  (বেগমগঞ্জ সার্কেল) একেএম ইমরান খান, সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুপলিশ ফোর্স ঘটনাস্থলগুলো পরিদর্শন করেনে। এ ঘটনায় ইউপি মেম্বার হুমায়ুর কবির বাদি হয়ে সেনবাগ থানায় মামলা দায়ের করলে,পুলিশ  আশপাশ্বের সিসিটিভি ফুটেজ দেখে তথ্য প্রযুক্তির সহায়তায় দুই ডাকাতকে গ্রেফতার  ও লন্ঠিত নগদ ৯০ হাজারি টাকা আংশিক মালামাল ঊদ্ধার করে। এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে প্রদত্ত-উপাত্তের ভিত্তিতে ডাকাতির ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদের গ্রেফতার এবং লুন্ঠিত সকল মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে ভিলে জানান ওসি এমএম মিজানুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে