রায়গঞ্জে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ০৬:২৪ পিএম
রায়গঞ্জে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

সিরাজগঞ্জ রায়গঞ্জের চান্দাইকোনা গ্রামের স্কুল শিক্ষিকা কবিতা রানী নাগ (৪৭) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার স্বামীর দায়ের করা ইউ ডি মামলা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে বাড়ির সকলে ঘুমিয়ে পড়ে। সবার অজান্তে রাত ১ থেকে ৫ টার মধ্যে কবিতা রানী গলায় শাড়ি পেঁচিয়ে জানালার গ্রিলের সাথে ফাঁস নেয়। ভোর বেলায় তার স্বামী আকাশ নাগ গ্রিলের সাথে তাকে ঝুলতে দেখে চিৎকার শুরু করলে, আশেপাশের লোকজন ছুটে এসে  ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কবিতা রানীকে। রবিবার সকাল ৯ টার দিকে কবিতা রানীর স্বামী আকাশ নাগ রায়গঞ্জ থানায় বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করে। কবিতা রানী নাগ চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন। তার দুটি কন্যা সন্তান আছে। রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ কে. এম. মাসুদ রানা জানান, মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

আপনার জেলার সংবাদ পড়তে