বরিশালে অবৈধ দোকান উচ্ছেদ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৪:৫৬ পিএম
বরিশালে অবৈধ দোকান উচ্ছেদ

বরিশাল নগরীর চৌমাথা এলাকায় মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন। তবে গত দুইদিন আগেই উচ্ছেদ অভিযান করা হবে বলে সতর্ক করায় অধিকাংশ অবৈধ দোকান অভিযানের আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দোকানগুলো পুনরায় স্থাপনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সিটি করপোরেশনের পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাস জানান, নগরীর সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে। তারই অংশ হিসেবে চৌমাথা লেকের রাস্তার পাশের অংশে স্থাপন করা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে