চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৮:২১ পিএম
চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে। 

 ৩০ জুলাই ২০২৫ চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে  প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত এইসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম জিন্নাহ, উপ-সহকারী প্রকৌশলী, এলজিইডি, চাঁদপুর সদর আহাম্মদ হোসেন ও বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দগণ ও মেধাবী ছাত্র ছাত্রী বৃন্দগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে