নাজিরপুরে বিএনপি'র কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের দাবীতে সমাবেশ

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৮:২৬ পিএম
নাজিরপুরে বিএনপি'র কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের দাবীতে সমাবেশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি'র কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের দাবীতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। 

বুধবার (৩০ শে জুলাই) বিকেল ৫ টায় শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাবেক শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন খানের সভাপতিত্বে  ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম লিটনের

 সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম খান, উপজেলা আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মো: হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম (টুকু), উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রিয়াজ উদ্দিন ফরাজি, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মো: মিল্টন মাঝি, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহোর আালী মৃধা, দেউলবাড়ি ইউনিয় বিএনপি সাবেক আহ্বায়ক মো: ফিরোজ কিবরিয়া প্রমূখ। 

এ সময় বক্তারা তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, নাজিরপুর উপজেলায় কোন পকেট কমিটি আমরা মানবো না, বাকি ৪১ টি ওয়ার্ড কমিটি কাউন্সিলের মাধ্যমে করতে হবে। অন্যথায় তারা কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে