পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি'র কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের দাবীতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।
বুধবার (৩০ শে জুলাই) বিকেল ৫ টায় শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাবেক শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম লিটনের
সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম খান, উপজেলা আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মো: হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম (টুকু), উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রিয়াজ উদ্দিন ফরাজি, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মো: মিল্টন মাঝি, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহোর আালী মৃধা, দেউলবাড়ি ইউনিয় বিএনপি সাবেক আহ্বায়ক মো: ফিরোজ কিবরিয়া প্রমূখ।
এ সময় বক্তারা তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, নাজিরপুর উপজেলায় কোন পকেট কমিটি আমরা মানবো না, বাকি ৪১ টি ওয়ার্ড কমিটি কাউন্সিলের মাধ্যমে করতে হবে। অন্যথায় তারা কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।