খুলনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আমীরের সাথে সাংবাদিকদের মতবিনিময়

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) :
| আপডেট: ১ আগস্ট, ২০২৫, ০৪:১২ পিএম | প্রকাশ: ১ আগস্ট, ২০২৫, ০৪:১২ পিএম
খুলনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আমীরের সাথে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক খুলনা-১ (দাকোপ বটিয়াঘাটা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আমীর এজাজ খান দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব আমীর এজাজ খান বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক তাদের লেখনির মাধ্যমে এলাকার অনেক উন্নয়ন ঘটে। সংবাদ মাধ্যম চাইলে যে কাউকে উপরে উঠাতে পারে আবার নীচে নামাতে ও পারে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অবহেলিত দাকোপ বটিয়াঘাটার উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন দাকোপের সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি সব সময় তাদের পাশে থাকবো। নিজেকে সাংবাদিকদের বন্ধু দাবী করে আগামী দিনে বিএনপির সকল কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি। ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসিত কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাচ্চু ফকির, শফিকুল ইসলাম মোল্যা।

আপনার জেলার সংবাদ পড়তে