ছাত্রদের আন্দোলনে মায়েদের ভূমিকা অপরিসীম: জেলা প্রশাসক

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৫:৩০ পিএম
ছাত্রদের আন্দোলনে মায়েদের ভূমিকা অপরিসীম: জেলা প্রশাসক

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, “জুলাই ও আগস্টে ছাত্রদের আন্দোলনে মায়েদের ভূমিকা অপরিসীম। আন্দোলনের সময় মায়েরা সন্তানদের সাহস জুগিয়েছেন, সমর্থন দিয়েছেন এবং পুরুষতান্ত্রিক সমাজে আন্দোলন সফল করতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। অনেক মা আন্দোলনকারীদের আশ্রয় দিয়েছেন এবং খাবার সরবরাহ করেছেন। আমাদের নতুন প্রজন্মের কাছে এসব ঘটনা তুলে ধরতে হবে। নারীদের সমাজের সব স্তরে সমান অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করে সামনে এগিয়ে যেতে হবে।” জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপনের অংশ হিসেবে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। 

শনিবার (২ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই গণ-অভ্যুত্থানে অনুপ্রেরণায় অংশ নেওয়া মায়েরা এতে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নওগাঁর মাহফুজ আলম শ্রাবণের মা বেবি নাজনীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বী, জুলাই গণ-অভ্যুত্থানে সন্তানদের অনুপ্রেরণা দেওয়া মা তাসলিমা ফেরদৌস, নুর তাজ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে