পার্বতীপুরে ইউএনও'র অভিযান, ২৩ জুয়াড়ির কারাদন্ড

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৬:৫৬ পিএম
পার্বতীপুরে ইউএনও'র অভিযান, ২৩ জুয়াড়ির কারাদন্ড

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন পার্বতীপুর শহরের শহীদ মিনার শৌচাগার পোনাহাটির পাশে দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নে জুয়ার আস্তানায় অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলা অবস্থায় ২৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। অভিযানকালে জুয়া খেলা থেকে ৯ হাজার ৮শ' টাকা জব্দ করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

আজ শনিবার (২ আগষ্ট) বিকেলে আদালত পরিচালনা করেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন। ভ্রাম্যমাণ আদালতকে সর্বাত্মক সহযোগিতা করেন যৌথবাহিনী।

দন্ডিতরা হচ্ছে- জসিম (৪০), মাহমুদুল হক (৫৫), ওবায়দুল ইসলাম (৪০), মীর মাসুদ আলম (৫৪), নুরনবী (৫৫), রহিমুল ইসলাম (৩৩), ওমর আলী (৩৬), জাহাঙ্গীর (৩৮), এনায়েত শেখ (৪৫), মনোয়ারুল (৪৪), আইয়ুব আলী (৩৫), মো: বুদু (৪৩), খাদেমুল হক (৫৫), নুর মোহাম্মদ (৪৫), জামাল (৩৮), আরিফুল ইসলাম (৪০), মাজেদুল (৩২), সাইফুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৮), রশিদ চোদ্দার (৫৫), নিবারন (৫০), রুবেল (২৫) ও খায়রুল ইসলাম (৪৫)। 

এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ২৩ জুয়াড়ীকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। সাথে সাথে দন্ডিত আসামীদের কারাগারে পাঠানো হয়।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, জুয়া খেলার সময় হাতেনাতে ২৩ জুয়ারু আটক করা হয়েছে। পরে, শনিবার বিকেলে তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।


আপনার জেলার সংবাদ পড়তে