সাতক্ষীরা ৩ সংসদীয় আসনের সীমানা পুনঃ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৭:৫৩ পিএম
সাতক্ষীরা ৩ সংসদীয় আসনের সীমানা পুনঃ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের সীমানা পুনঃ নির্ধারণের প্রতিবাদে ও আশাশুনি উপজেলা স্বতন্ত্র আসনের দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) বিকালে আশাশুনি উপজেলা জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।

আশাশুনি সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত প্রার্থী নূরুল আফছার মুর্তাজার সভাপতিত্বে ও সদর ইউনিয়ন সেক্রেটারী আঃ হাই এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আঃ সবুর, উপজেলা সহকারী সেক্রেটারী জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য আলমগীর পিন্টু ও সদর জামায়াত আমীর হাফেজ আব্দুল্লাহ। সমাবেশে বক্তাগণ বলেন, আসন বিন্যাসের ৪টি নিয়ম থাকলেও ৩টি অগ্রাহ্য করে নীতি বিরোধী সিদ্ধান্ত নিয়ে আশাশুনিকে শ্যামনগরের সাথে সংযুক্ত করা হয়েছে। আমরা এ অযৌক্তিক ও নিয়ম বহির্ভুত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ২০০৮ সালের পূর্বে সাতক্ষীরার ৫টি আসন ছিল, সেই ৫টি আসন ফিরিয়ে দিয়ে আশাশুনিকে স্বতন্ত্র আসন হিসাবে নির্ধারনের জোর দাবী জানান বক্তাগণ।


আপনার জেলার সংবাদ পড়তে