পাবনায় পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পেয়ে কৃষকের মুখে হাসি

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৭:৩৮ পিএম
পাবনায় পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পেয়ে কৃষকের মুখে হাসি

পাবনায় পেঁয়াজ সংরক্ষণে আধুনিক পদ্ধতির এয়ার ফ্লো মেশিন পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনা জেলার ৯টি উপজেলার মোট ৮০০ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক পদ্ধতির ওই এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রফিউল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে পাবনা জেলার কৃষকেরা প্রাচীন বা সনাতন পদ্ধতিতে বাঁশের মাচায় পেঁয়াজ সংরক্ষণ করে আসছিলেন। আর এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে  শতকরা ২৫-৩০ ভাগ পেঁয়াজ পচে যাওয়ায় প্রত্যেক বছর কৃষকেরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে আগ্রহী পাবনা জেলার ৯টি উপজেলার ৮০০জন কৃষকের মাঝে ৮০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করেছে।  আধুনিক এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজে পচন ধরে না বললেই চলে। পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শ্রীপুর গ্রামের কৃষক মো: আজিম উদ্দিন বিশ্বাস এবছর কৃষি প্রণোদনার আওতায় এয়ার ফ্লো মেশিন পেয়ে ৩০০ মণ এবং তাঁতীবন্দ ইউনিয়নের কামারদুলিয়া গ্রামের কৃষক মো: আসলাম উদ্দিন ২৫০ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন। তাদের পেঁয়াজের অবস্থা অত্যন্ত ভালো।  এতে তারা ভীষণ খুশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনার উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন ব্যাপক উৎপাদন হওয়া সত্বেও পচন ধরে নষ্ট হওয়ায় প্রতিবছর  হাজার হাজার টন পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু এবছর কৃষি প্রণোদনার মাধ্যমে এয়ার ফ্লো মেশিন বিতরণের কারণে পেঁয়াজের পচন নাই বললেই চলে।

এতে বাজার দরও স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে এয়ার ফ্লো মেশিন পাবনার কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। পেঁয়াজের পচন রোধে আগামীতেও ওই কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।