নাশকতার পরিকল্পনার অভিযোগ

নাসিরনগরে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেফতার

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ১২:০৯ পিএম
নাসিরনগরে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার  নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও  গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ( ৩ আগষ্ট ) রাত সাড়ে ৮ টার দিকে   নাসিরনগর থানার পুলিশ উপজেলার চিতনা বাজার  থেকে ইউপি চেয়ারম্যান জিতু মিয়াকে  গ্রেফতার করে।

পুলিশ জানায়,রোববার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা  স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ  জিতু মিয়া(৬৫)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত   জিতু মিয়ার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তিনি  গুনিয়াউক  ইউনিয়ন পরিষদের বর্তমান  চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি।

আপনার জেলার সংবাদ পড়তে