রাণীনগরের কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৮:১৪ পিএম
রাণীনগরের কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামুলক উপস্থিত বক্তৃতা এবং দেওয়ালিকা প্রতিযোগী বিজয়ীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার দুপুরে অত্র বিদ্যালয়ের আয়োজনে এবং বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি মাহমুদ কলি  (ছোলাইমান)। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন,অভিভাবক সদস্য মো: ওহেদুল ইসলাম মিলনসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দেওয়ালিকা এবং জলবায়ু বিষয়ক সচেতনতায় উপস্থিত বক্তৃতায় ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৬জন বিজয়ীদের মাঝে বিজয়ী পুরস্কার এবং অংশগ্রহনকারীদের মাঝে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে