উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য শিশুসুলভ: রিজভী

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০২:৩৩ পিএম
উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য শিশুসুলভ: রিজভী

বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী জুলাই অভ্যুত্থান কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘শিশুসুলভ’ বলে অভিহিত করেছেন। 

রিজভী ৫ আগস্টকে ‘শোক ও আনন্দের দিন’ আখ্যা দিয়ে বলেন, ‘১৬ বছরের নির্মম যন্ত্রণার ভয়ংকর পরিণতি হয়েছে আজ। এটি গণতন্ত্রের বিজয়ের দিন। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের লড়াইয়ে আমাদের সঙ্গে কোনো ভদ্রতা দেখায়নি।’

রিজভী ৫ আগস্টের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এক ঐতিহাসিক দিন জীবন দিয়ে রচিত হয়েছে। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে ছাত্র-জনতার অভ্যুত্থানে। এটি এক অগ্নিময় অধ্যায়। ৫ আগস্ট গণতন্ত্রের নতুন সূর্যোদয়ের দিন।

এক প্রশ্নের জবাবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে