মানিক মিয়া এভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০

এফএনএস অনলাইন:
| আপডেট: ৫ আগস্ট, ২০২৫, ০৪:১৭ পিএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৪:১৭ পিএম
মানিক মিয়া এভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন উড়ানো হয়। এক সময় বেলুন নিয়ে টানাটানি হলে বেলুন বিস্ফোরণ হয়ে ১০ জন দগ্ধ হন।

দগ্ধরা হলেন: মাজহারুল ইসলাম, বিল্লাল, ফাহাত, মুনসুর ইসলাম, শরীফ, পলাশ, হাবিবুল্লাহ, ইয়াসিন, মিশু ও মিহুত।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসকরা জানান, তাদের সবারই হাত ও মুখের সামান্য অংশ দগ্ধ হয়েছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

দগ্ধরা জানান, গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়েছিলেন তারা। এসময় শোভাবর্ধনের জন্য সেখানে অনেক গ্যাস বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল। আগতরা এক পর্যায়ে সেই বেলুন নিয়ে টানাটানি শুরু করলে ঘটে বিস্ফোরণ। আগুনে ঝলসে যায় আশপাশে থাকা অন্তত ১০ জন। উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে